সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীকে শনিবার (৩সেপ্টেম্বর) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্র জানায়, অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের নিদের্শনায় শুক্রবার দিবাগত রাতে থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাও ( আকিলপুর) অভিযান পরিচালনা করে বসতঘরের শয়ন কক্ষের দক্ষিণ পাশের খাটের নিচ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা যাহার মূল্য অনুমান- ৩০ হাজার টাকা উদ্ধার করে মৃত ছামির আলীর ছেলে মনসুর আলী (৬০)কে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার এসআই শফিকুল ইসলাম জানান, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাও ( আকিলপুর) অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ ১জনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ প্রেরণ করা হয়েছে।