পটুয়াখালীর রাঙ্গাবালীতে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাহেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সাইফুল হাওলাদারের স্ত্রী রিনা বেগম (৩৩) এবং খোরশেদ সরদারের ছেলে অসিম সরদার (৩০)। পুলিশ জানায়, গোপন
সংবাদের ভিত্তিতে উপজেলার কোড়ালিয়া-বাহেরচর সড়কের নয়াভাঙ্গুনি এলাকায় অভিযান চালায় পুলিশ।
এসময় ৬০ গ্রাম গাঁজাসহ রিনা ও অসিমকে গ্রেফতার করা হয়। রাঙ্গাবালী থানার এসআই
সজীব দেবনাথ বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এবং আদালতে সোপর্দ করা হয়েছে।