সারাদেশে লোডশেডিং ও সকল প্রকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের আয়োজনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল আহবান করে। এ সময় নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান অনুসারিদের সাথে বিএনপির ধাওয়া-পালটা ধাওয়া ঘটনা ঘটে।
আজ শনিবার দুপুরে বিএনপির ডাকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি যশোর কচুয়া ব্রিজ থেকে শুরু করে রুপদিয়া বাজার এসে পৌঁছালে স্থানীয় নরেন্দ্রপুর চেয়ারম্যান অনুসারী দল হামলা চালায়।সে সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল ভঙ্গ করে পালটা হামলা চালায়। দুই পাশ থেকে ইট পাটকেল ছোঁড়ে নেতাকর্মীরা। এসময় ইউনিয়ন পরিষদের সামনে থাকা চেয়ারম্যানের গাড়ি ও ভাংচুর করে হামলাকারিরা।
পরে যশোর প্রেস ক্লাবে এসে বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ অনান্যরা।
এসময় তারা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কেন্দীয় কর্মসূচি পালন করছি। হঠাৎ করে স্থানীয় চেয়ারম্যান অনুসারী কিছু নেতা আমাদের উপর হামলা চালায়। এই হামলার তীব্র নিন্দা জানাই আমরা’।