ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ৪৫ কোটি টাকা আত্মসাৎ এবং প্রায় তিন হাজার কোটি টাকার মানিলন্ডারিং অভিযোগে আইনজীবী ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
একই অভিযোগে গ্রামীণ টেলিকম লিমিটেডের এমডি নাজমুল ইসলাম ও গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিনিধি মাইনুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার হয়েছে বলে দুদক থেকে জানা গেছে। আজ তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।
জুলাই মাসের শেষ দিকে দুদক এই অভিযোগটির অনুসন্ধান শুরু করে। এরইমধ্যে গ্রামীণ টেলিকম কোম্পানির কাছে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হলে তারা সেগুলো দুদকে জমা দিয়েছে। নথিপত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের একটি অভিযোগ পাঠান দুদকে। গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মুহাম্মদ ইউনুস।