শিক্ষার পাশাপশি ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্যে গলাচিপার ঐতিহায্যবাহী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার বিকাল ৫টায় হাইস্কুল খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ আলহাজ্ব এসএম শাহজাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, পৌর মেয়র আহসানুল হক তুহিন, আওয়ামী লীগ নেতা মাঈনুল ইসলাম রনোসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদি বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন।
উল্লেখ্য, টুর্ণামেন্টে স্কুল থেকে ৮ দল অংশ গ্রহণ করেন। খেলা শত শত দর্শক ও স্কুল শিক্ষার্থীরা উপভোগ করেন।