পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল বিএনপি-জামায়াত। তারা জয় বাংলা ধ্বনিকে বাদ দিয়ে পাকিস্তান জিন্দাবাদ চালু করেছিল। মঙ্গলবার শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব।
এ সময় তিনি আরও বলেন, তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে বিলুপ্ত করা যাবে।তাই তারা বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলকেও বাঁচতে দেয়নি। ভাগ্যক্রমে সেদিন বিদেশে থাকায় বেচে গিয়েছিল বঙ্গবন্ধুর দুই কন্যা। পরিবারে সবাইকে হারিয়েও জীবনের ঝুঁকি নিয়ে সেদিন বাংলার মানুষের কথা চিন্তা করে রাজনীতিতে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে পাকিস্তানি মৌলবাদীরা। এগিয়ে গেছে বঙ্গবন্ধুর সোনার বাংলা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান।
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।