সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার মোজাম্মেল হকের বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেন রোডের ২/এ ইস্টার্ন হাউজিংয়ের ৬ষ্ট তলার ডুপ্লেক্স বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।
ঘটনাস্থলে থানা পুলিশ ছাড়াও ডিবি, সিআইডিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা উপস্থিত হয়ে কাজ করছে।
ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার বায়েজীদুর রহমান বলেন, গতকাল রাতের যেকোন সময় এই চুরির ঘটনা ঘটেছে।আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। বাসাটি সাবেক অতিরিক্ত আইজিপির। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খন্দকার মোজাম্মেলের স্ত্রী মিতালি হোসেন বলেন, রাতে আমি এবং আমার স্বামী ডুপ্লেক্স বাসার নিচে ঘুমাচ্ছিলাম। দুজন গৃহপরিচারিকাও ছিল। বাসার উপরে কেউ ছিল না। সকালে ৮টায় ঘুম থেকে উঠে রুম পরিষ্কার করার জন্য গৃহপরিচারিকা দেখে উপরের একটি রুম ভেতর থেকে লক করা। পরে চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে দেখা যায় গ্রিল কাটা। এছাড়া আলমারি ভেঙে লকারে থাকা গহনার পুরো বক্স নাই। বক্সে প্রায় ৪৫ ভরি স্বর্ণ ছিল এবং সিঙ্গাপুরী ৪০০ ডলার ছিল। পরে আমরা বুঝতে পারি দুর্বৃত্তরা বাসায় ঢুকে লুট করে নিয়ে গেছে।