করোনায় সারাবিশ্বেই ঝুঁকির মধ্যে পড়েছে প্রতিটা দেশের শিক্ষাব্যবস্থা। অনেক দেশেই দীর্ঘদিন বন্ধ ছিলো সশরীরে ক্লাস।
তবে বিশ্বের দীর্ঘতম স্কুল ছুটির ঘটনা ফিলিপাইনেই। প্রায় দু’বছর পর সোমবার দেশটির লাখ লাখ শিক্ষার্থী ক্লাসরুমে ফিরেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই সময়ে ঘরে সবে দূরশিক্ষণের কার্যক্রম চালিয়েছে দেশটি। তবে সোমবার দেশটির প্রায় অর্ধেকেরও বেশি স্কুলে শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে এসে পাঠ দিতে বিলম্ব করা কয়েকটি দেশের মধ্যে ফিলিপাইন একটি।
তবে বিশেষজ্ঞদের ধারণা, এতদিন পার হয়ে গেলেও শিক্ষার্থীদের ক্লাসে না ফেরানোর বিষয়টা অযৌক্তিক। সশরীরে উপস্থিত হয়ে পাঠ না নিতে পারলে সঙ্কট আরও প্রকট আকার ধারণ করবে। ফিলিপাইনে রয়েছে ২৪ হাজারের মতো সরকারি স্কুল। সেইসাথে কিছু বেসরকারি স্কুলেও সপ্তাহে পাঁচদিন সশরীরে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।