বাগেরহাটে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত বৃদ্ধ আব্দুল জব্বারকে আটক করেছে।
পুলিশ জানায়, আব্দুল জব্বারের রেলরোডে একটি চায়ের দোকান আছে।সকালে দোকানে কেনাকাটা করতে আসে শিশুটি। তাকে চকলেট দেওয়ার কথা বলে বৃদ্ধ আব্দুল জব্বার ফুসলিয়ে দোকানের ভিতরের একটি রুমে নিয়ে যায়। পরে শিশুটিকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে।
দোকান থেকে বের হয়ে শিশুটি বিষয়টি সবাইকে জানায়। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে বৃদ্ধ দোকানী আব্দুল জব্বারকে গ্রেফতার করে।
বাগেরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. মহসিন হোসেন জানান, দুপুরে খবর পেয়ে আমি নিজে ঘঠনাস্থল পরিদর্শন করি। এরপর অভিযান চালিয়ে এঘটনায় জড়িত বৃদ্ধকে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত বলে সে স্বীকার করেছে। আমরা শিশুটিকে মেয়ে পুলিশ সদস্যর মাধ্যমে জবানবন্দি নিয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।