ভেন্টিলেটর ছেড়ে রুশদী কথা বলতে পারছেন শুনে স্বস্তি পেয়েছেন তার প্রাক্তন স্ত্রী পদ্ম লক্ষ্মী। এক টুইটে প্রাক্তন স্বামীর সুস্থতায় আনন্দ প্রকাশ করেন তিনি। টুইটে পদ্ম লক্ষ্মী লিখেছেন, ‘অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলাম’।
জানা যায়, ১৫ বছর আগেই ছাড়াছাড়ি হয় দু’জনের।তবে প্রাক্তন স্বামী সালমান রুশদীর উপর হামলার খবর জানা মাত্র ঘুম উড়ে গিয়েছিল লক্ষ্মীর। লেখকের সুস্থতার খবর পেয়ে তিনি একটি টুইট করে জানিয়েছেন, সালমান সুস্থ হচ্ছেন জেনে অবশেষে স্বস্তি পেয়েছেন তিনি।
২০০৪ সালে বিয়ের পরে মাত্র তিন বছরের দাম্পত্য জীবন দু’জনের। বুকারজয়ী এই লেখকের সঙ্গে অভিনেত্রী পদ্মের বয়সের ফারাক ছিল ২৪ বছরের। কিন্তু তাদের সম্পর্কের রসায়ন নিয়ে দীর্ঘদিন মাতামাতি হয়েছে গণমাধ্যমে। পরে অবশ্য পরিস্থিতি বদলায় দু’জনেই আলাদা পথ বেছে নেন।
রোববার রুশদীর মুখপাত্র অ্যান্ড্রু ওয়াইলির বরাতে বিবিসি জানায়, নিউইয়র্কে ছুরিকাঘাতের শিকার বুকারজয়ী লেখক সালমান রুশদীর অবস্থা আগের থেকে ভালো। চিকিৎসকরা জানান, ভেন্টিলেটর সরিয়ে নেয়া হয়েছে এবং তিনি এখন কথা বলতে পারছেন। তবে তিনি একটি চোখ হারাতে পারেন বলে আশংকা করেছিলেন চিকিৎসকরা।