ফের তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে চীনের যুদ্ধবিমান।
চীনের ১১টি সামরিক বিমান রোববার তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে অর্থাৎ তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে। চীনের দাবিকৃত দ্বীপটির কাছে বেইজিং সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীন তাইওয়ানের কাছে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। যদিও তা গত সপ্তাহের তুলনায় অনেক ছোট পরিসরে।
তাইওয়ানের সরকার বলছে, চীন কখনোই দ্বীপটি শাসন করেনি। দ্বীপটি দাবি করার বা এর ভবিষ্যৎ নির্ধারণ করার কোনো অধিকার নেই, যা নির্ধারণ করতে পারে শুধু তাইওয়ানের জনগণই।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি যদি তাইওয়ান সফরকে কেন্দ্র করে নতুন করে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা শুরু হয়। তার সফরের সময় তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করে চীন। এমনকি তাইওয়ানের আশপাশে একাধিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে বেইজিং। এর আগে ১৯৯৬ সালে শেষবার তাইওয়ানের আশপাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল চীন।