।
পাবনার সদর উপজেলায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার নাজিরপুরের টিকরী মোড়ে শনিবার (১৩ আগস্ট) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের কৃষ্ণপুর এলাকার ইকবাল হোসেন খান ও বেড়া উপজেলার নগরবাড়ী এলাকার মজিদ শেখ।
সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার মধ্য রাতে মোটরসাইকেল যোগে পাবনা শহরের দিকে যাচ্ছিল দুই ব্যবসায়ী বন্ধু ইকবাল ও মজিদ।
তারা নাজিরপুর টিকরী মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা অপরজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তারা নাজিরপুর টিকরী মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা অপরজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।