চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি পর্যটকরা। ঘোড়ায় চড়া কিংবা স্পিডবোটে সমুদ্র পাড়ি দেয়াসহ ছবি তোলার নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। প্রতিবাদ করলে হেনস্থার শিকার হচ্ছেন পর্যটকরা।
টুরিস্ট পুলিশ পরিদর্শক মো. ঈসরাফিল মজুমদার জানান, পর্যটকদের সুবিধা ও নিরাপত্তা দিতে কাজ করছে প্রশাসন।তবে নগর বিশ্লেষকদের দাবি, এখন থেকে প্রশাসন কঠোর অবস্থানে না গেলে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে মুখ ফিরিয়ে নেবে দেশি-বিদেশী পর্যটকরা।
বিশাল এই সমুদ্র সৈকতে প্রতিদিন ভিড় জমান দর্শনার্থীরা। কিন্তু তারা জিম্মি অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে। ঘোড়ায় চড়ে বেশি টাকা দিতে হয় পর্যটকদের। এর প্রতিবাদ করে মারধরের শিকার হন কয়েকজন পর্যটক। টুরিস্ট পুলিশ জানায়, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছেন তারা।
ঘুরতে যাওয়া পর্যটকরা বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকতে স্পিডবোটে চড়ে সমুদ্র পাড়ি দেয়াসহ ছবি তোলার নামে চলছে নানা নৈরাজ্য। প্রতিবাদ করলেই হেনস্থা করা হচ্ছে পর্যটকদের। তারা আরও জানান, সমুদ্র দর্শনে আসা পর্যটকরা সন্ধ্যা হলেই পড়েন মাদক সেবীদের খপ্পরে। সন্ধ্যার পর এখানে বসে রীতিমত মাদকের হাট।
এদিকে, দ্রুত প্রশাসন সতর্ক অবস্থানে না গেলে পর্যটকরা পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে মুখ ফিরিয়ে নেবে- এমনটা মনে করেন নগর বিশ্লেষক দেলোয়ার হোসেন মজুমদার।