কুয়েতে আত্মহত্যা করেছেন রাফি ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। নিহত রাফির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা
সদর ফুলবাড়িয়া এলাকায়। তার বাবার নাম ফারুক মিয়া।
ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘মুক্তির পথে যাত্রী হলাম, মানসিক শান্তির খুব অভাব’। তার সহকর্মীরা জানিয়েছেন, চার মাস আগে রাফি কুয়েতে এসেছেন।
কুয়েতের কৃষি অঞ্চল ওফরা নামক এলাকায় রাফি ইসলাম (২৫) নামে ওই প্রবাসী বাংলাদেশি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, গত ১০ আগস্ট দিবাগত রাতের কোনো এক সময় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন রাফি। খবর পেয়ে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তার মরদেহ বর্তমানে কুয়েতের ফরওয়ানিয়ার সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।