ভারতীয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আটক করেছে দেশটির সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। গাড়িতে তুলতেই শুরু হয়ে গেল বিজেপি সমর্থকদের উল্লাস। রাস্তায় বাস থামিয়ে মিষ্টি বিতরণও করেন অনেকে।
আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অনুব্রতর বাড়িতে ঢোকে সিবিআই।এরপরেই বাড়ি ঘিরে শুরু হয় তল্লাশি। তার পর অনুব্রতকে বাড়ি থেকে বের করে গাড়িতে বসানো হয়। এসময় রাস্তার দু’ধারে উৎসুক জনতার ভিড় চোখে পড়ছিল। এদের অধিকাংশই উল্লাসে মেতে ওঠেন। অনেকে আবার কটূক্তিও করেছেন বলে খবরে প্রকাশ করা হয়েছে। বিজেপির নেতা কর্মীরা পথে নেমে গুড়, বাতাসা, নকুলদানা বিলি করতে শুরু করেন।
উল্লেখ্য, গরুপাচার মামলায় এর আগেও বেশ কয়েকবার সিবিআই অফিসে হাজিরা দিতে হয় কংগ্রেসের এই নেতার। জেলা সভাপতি থেকে জাতীয় কর্ম সমিতির সদস্য, তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন অনুব্রত মণ্ডল। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। ৯ বার হাজিরা এড়ায় তৃণমূল জেলা সভাপতি।