রাজধানীর আগারগাঁও থেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির জ্বালানি তেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৬শ’ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও বিভগের উপ-কমিশনার এইচ. এম আজিমুল হক।
তিনি বলেন, প্রতি মাসে চক্রটি তিনটি দোকানে ১৮ হাজার লিটার তেল বিক্রি করতো।চুরির তেল ১০০ টাকা লিটার কিনে খোলা বাজারে ১৩০ টাকা করে বিক্রি করা হতো বলেও জানায় পুলিশ। গ্রেপ্তার সবাই তেলের ক্রেতা বলে জানান তিনি। তবে, তেল বিক্রির সঙ্গে কারা জড়িত তা এখনও শনাক্ত হয়নি।
পুলিশ জানায়, সরকারি তেল চুরি করে বিক্রি করার বেশ কয়েকটি স্থান শনাক্ত করেছে তারা। এই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানায় পুলিশ।