বাগেরহাটের শরণখোলা উপজেলায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেওয়া ২১৯ জন মৃত মুক্তিযোদ্ধার নামের ডিজিটাল সনদ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে এ সনদ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী।
রায়েন্দা ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খানের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শরণখোলা উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন প্রমুখ।