রাজধানীর মিরপুরের পূর্ব কাফরুল থেকে রিভলবার, গুলি ও মাদকসহ একজনকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ওমর আলী শিশির (২৮)। তার বাড়ি রাজধানীর বাড্ডা থানা এলাকায়।
মঙ্গলবার (৮ আগস্ট) রাত ১১টা ১৫ মিনিটে কাফরুল থানার পূর্ব কাফরুলস্থ ডিএনসিসি ১৪৭-এ অবস্থিত ব্রাদারস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর সামনে থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এম এম মঈনুল ইসলাম জানান, কাফরুল থানার পূর্ব কাফরুলস্থ ডিএনসিসি ১৪৭-এ অবস্থিত ব্রাদারস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর সামনে মাদকদ্রব্য কেনা-বেচা চলছে, এমন তথ্যের ভিত্তিতে রাত ১১টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে মো. ওমর আলী শিশির (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির নামে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।