ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন উক্রট্রান্সনাফতার (Ukrtransnafta) পাইপলাইন দিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অপেরিশোধিত তেল পাঠাতো রাশিয়া। তবে তা বন্ধ করে দিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। সোমবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা আরআইএ।
প্রতিবেদনে আরআইএ জানায়, দ্রুজবা পাইপলাইনের দক্ষিণ শাখার মধ্য দিয়ে ইইউতে অপরিশোধিত তেল পাঠাতো উক্রট্রান্সনাফতা।তবে অর্থ পরিশোধ না করায় হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ায় অপেরিশোধিত তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বেলারুশ হয়ে জার্মান ও পোলান্ডে তেল প্রবাহ অব্যহত রয়েছে।
ইউক্রেনে আগ্রাসনের পর থেকেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইইউ। মূলত নিষেধাজ্ঞা থাকায় উক্রট্রান্সনাফতাকে পাইপলাইন ব্যবহারের জন্য ভাড়া দিতে পারছে না মস্কো। আর এ জন্যই পাইপলাইন বন্ধ করে দেওয়া হয়েছে।
মস্কো মালিকানাধীন ট্রান্সনেফ্টের প্রধান ইগোর ডেনিম বলেন, ‘ইউক্রেনীয় প্রতিষ্ঠানটির প্রিপেইড সিস্টেমের। ইইউর সপ্তম দফার নিষেধাজ্ঞার জন্য আমরা অর্থ পরিশোধ করতে পারিনি।