মাদক সেবনে নিষেধ করায় পটুয়াখালীর গলাচিপায় দুই দফায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত ও জখম করা হয় ৫ জনকে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফুলখালী গ্রামে। জানা গেছে, থানায় অভিযোগের জেরে রোববার জুলাই সকালে আরিফ সোহাগ ও তাদের বাবা জামাল সংঘবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় হামলাকারীদের ধারালো ছুরিকাঘাতে রক্তাক্ত জখম ও মাথায় মারাত্মক আঘাত পান ইদ্রিস গাজী, নূর জাহান বেগম ও মনোয়ারা বেগম।
এর আগে শনিবার সকালে ফাতেমা বেগমের চায়ের দোকানের সামনে আরিফ মাদক সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এ সময় ফাতেমার ভাই নুর জামাল দোকানের সামনে মাদক সেবনে নিষেধ করলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে নুর জামালের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে।