পটুয়াখালীর গলাচিপায় জমিজমা বিরোধের জেরে রনি বাহিনীর হামলায় নুরু খা’ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২৫ জুলাই) রাতে উপজেলার চরকাজল ইউনিয়নের মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরু খা’র বেয়াই মোঃ মুঞ্জু মুন্সী বলেন, দির্ঘ দিন ধরে বেয়াই নুরু খার সাথে রনি বাহিনীর প্রধান মন্নান ভূইয়ার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর প্রেক্ষিতে আজ সন্ধ্যার পরে
মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে রনি বাহিনীর সদস্যরা কুপিয়ে হত্যা করে। বিষয় টি স্থানীয় মেম্বার পরিবারকে অবহিত করলে পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক মোঃ নুরুল ইসলাম তাকে মৃত্যু ঘোষণা করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
এছাড়া আশংকা জনক দুই’জনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল পাঠানো হয়।