চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনের ১৯টি টিকিটসহ হাসান আলী নামে এক কালোবাজারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান আলী কালোবাজারে টিকিট বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবসার (গণমাধ্যম) বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই র্যাব কর্মকর্তা জানান, হাসান আলীর কাছ থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনের ১৯টি টিকিট উদ্ধার করা হয়।
তাঁর কাছে নগদ পাওয়া যায় ৫ হাজার ৫৫০ টাকা।
নুরুল আবসার আরও বলেন, টিকিট সংগ্রহ করে দীর্ঘদিন ধরে কালোবাজারে বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করেছেন আসামি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।