শুরু হল ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিন্হার লড়াইয়ে দেশের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দিচ্ছেন আজ সোমবার।
সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভোটের এই দৌড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যশবন্ত সিনহার থেকে অনেকটাই এগিয়ে আছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু।
বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, দ্রৌপদী মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন। তার ঝুলিতে এনডিএর ৪৮ শতাংশ এবং এর বাইরে কিছু দলও তাকে সমর্থন দিচ্ছে। এমন অবস্থায় মুর্মুর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন আগে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বলেন, তিনি প্রার্থী হওয়ায় দেশের আদিবাসী ও নারীরা আনন্দিত। রোববার দিল্লিতে এনডিএ সংসদ সদস্য সামনে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন চেয়ে মুর্মু বলেন, ‘আমাকে প্রার্থী করায় আদিবাসী ও নারীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। দেশে দশ কোটি আদিবাসী রয়েছেন।
আদিবাসীদের মধ্যে সাতশোর বেশি সম্প্রদায় রয়েছে। সকলেই আমার মনোনয়নে আনন্দিত। ’
ভোট গণনা হবে আগামী বৃহস্পতিবার। ভারতের রাষ্ট্রপতি পদে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সংবিধানের সর্বোচ্চ এই পদ সামলেছেন রামনাথ কোবিন্দ।