জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের ভায়লা ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ১’শ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করেছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের কনিষ্ঠ সন্তান জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব পিএসসি সদস্য ফয়েজ আহম্মদ।
আজ বৃহষ্পতিবার দুপুর ১২ টায় ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও সাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলুল করিম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল করিম মোল্লার কনিষ্ঠ সন্তান জনপ্রশাসণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব পিএসসি সদস্য ফয়েজ আহম্মদ, পরিকল্পনা মন্ত্রনালয়ের সাবেক সচিব আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান রুবেল আহম্মেদ, প্রধান শিক্ষক শামিম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন প্রমুখ।
এ সময় উক্ত সভায় বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীর হাতে সাইকেল তুলেদেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও বিশেষ অতিথিনৃন্দ।
https://www.youtube.com/watch?v=U6asKmAhTFk