পিরোজপুরে ভাণ্ডারিয়ায় পৌর শহরে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ উজ্জল নামে ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ, থানার পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো: জিয়াউল হাসানের নেতৃত্বে একটি পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে পৌর শহর এলাকা থেকে ২১ পিস ইয়াবাসহ মো. মাহফুজ ইসলাম উজ্জলকে গ্রেফতার করা হয়।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মোঃ জিয়াউল হাসান জানান, শুক্রবার সকালে মাদক মামলায় উজ্জলকে জেল কোর্টে পাঠানো হয়।
এদিকে উক্ত এলাকার একাধিক সচেতন মহল পুলিশের এই অভিযান কে সাধুবাদ জানিয়েছেন পাশাপাশি নাগরিক সমাজের একাধিক ব্যক্তি পুলিশের মাদক বিরোধী অভিযান ধারাবাহিক অব্যাহত রাখার অনুরোধ জানান।