প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামীলীগের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার সকাল ১১ টায় নিউমার্কেট ডিসি লঞ্চঘাট মাঠে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী আলমগীর এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল বসু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তসলিম সিকদার, অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, খন্দকার সামসুল ইসলাম বাবুল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, সাংগঠনিক সম্পাদক মিতু সিকদার, জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মো: সোহেল, পৌর শাখা আওয়মীলীগের সভাপতি শাহ জালাল খান, সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. তারিকুজ্জামান মনি, জেলা কৃষক লীগের সভাপতি গাজী আলী হোসেন, সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহানুর হক, সাধারন সম্পাদক এ্যাডভোকেট রিফাত হাসান সজিব, ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী সালমা জাহান প্রমুখ।
https://youtu.be/C49HmTn2R5s
প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপির নেতা কর্মী কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন কটুক্তি ও হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির সমালোচনা করেন এবং বিএনপি-জামাত জোটের সন্ত্রাসী কর্মকান্ড রাজপথে মোকাবেলা করার জন্য আওয়ামীলীগসহ সকল অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহবান জানান জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ কাজী আলমগীর।