“নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২১-২২ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বকনা বাছুর) দ্বিতীয় ধাপে বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা মৎস্য দপ্তর প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্ গরীব অসহায় ১৫ জন জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা পল্লী সঞ্চায় ব্যাংকের সমন্বয়ক মো. মেহেদী হাসান মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী মো. আরিফ হোসেন সহ উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি মো. ধলা মাঝি, সাধারণ সম্পাদক মাহামুদ হোসেন সাবু, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সভাপতি মো. জাকির খান, সাধারণ সম্পাদক আ. রব মিয়া প্রমুখ।