চালের দাম বৃদ্ধিতে সরকার নিজেই ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পরিবার দুপুরে বাসাবোর একটি হাসপাতালে ছাত্রদলের আহত ৩ নেতাকে দেখতে যান তিনি এ কথা বলেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্রদলের মিছিলে হামলা হলে গুরুতর আহত হন এই নেতারা। তাদের স্বাস্থ্যের খোঁজ নেন বিএনপির মহাসচিব।
পরে ঐ হাসপাতালের নীচে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ভিন্ন কৌশলে খাদ্যশস্য মজুদ করে মুনাফা লুটছে সরকার।