নেপালের পার্বত্য এলাকায় ২২ জন আরোহীসহ একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। আজ রোববার সকাল ৯টা ৫৫ মিনিট থেকে বিমানটির সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। এটি এখন কোথায় আছে তাও বোঝা যাচ্ছে না।
বিমান সংস্থার উদ্বৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘পোখরা থেকে জোমসোমগামী অভ্যন্তরীণ ফ্লাইটের একটি বিমান রোববার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানে ১৯ যাত্রী এবং ৩ জন ক্রু ছিলেন।
সূত্র : রয়টার্স, এএফপি