নাটোরের সিংড়ায়, বালি বহনকারী ট্রলির চাঁপায় এক শিক্ষক নিহত হয়েছে।
আজ সকাল ১১ টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম মোঃ আইয়ুব আলী (৩২)।
তিনি ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের, আকবর আলী হাজীর পুত্র ও চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত আজ কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আইয়ুব আলী।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক ট্রলি ও চালককে আটক করেছে পুলিশ।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।