সারাদেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনেও অশনির প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে ঝড়ো হাওয়ার কোন প্রভাব নেই,ভারী বর্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা, খেলার মাঠসহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। অনেকদিন পরে ভারি বৃষ্টি হওয়ায় ছেলে মেয়েরা খেলার মাঠে জমে থাকা পানিতে খেলায় মেতে উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে বেশ কিছু সময় ধরে ভারি বর্ষণের পর গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত আছে। মাঝে মাঝে কালো মেঘ করে হঠাৎ হঠাৎ ঝুম বৃষ্টি হচ্ছে। বৈশাখ মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে এমন বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে ফরিদপুরের আবহাওয়া অফিস।
এদিকে বৃষ্টির কারণে মানুষ ছাতা নিয়ে প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হচ্ছে। তবে খেটে খাওয়া ও নিন্ম আয়ের মানুষরা পড়েছে ভোগান্তিতে।
সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর প্রতিনিধি)
https://youtu.be/nEHytEmMXdc