ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই। এজন্য চীনকে নিয়ে বাংলাদেশের শঙ্কার কোনো কারণ নেই বলে জানান তিনি। বুধবার (১১ মে) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এই কথা বলেন।
লি জিমিং বলেন, আমরা অন্য দেশের ঋণের ফাঁদ নিয়ে আলোচনা করেছি।
কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই।
সম্প্রতি এশিয়ার দেশ শ্রীলঙ্কায় দেখা দিয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। এর জন্য প্রধানত চীনের ঋণের ফাঁদকে দায়ী করা হয়। অনেকের ধারণা, বাংলাদেশও চীন থেকে প্রচুর ঋণ নিয়েছে, যার কারণে এমন ফাঁদে পড়ার আশঙ্কা রয়েছে। তবে রাষ্ট্রদূত সেই আশঙ্কার কথা উড়িয়ে দিলেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, দেশে বিনিয়োগের বড় ঋণ আসে জাপান থেকে। চীন থেকে আসে মাত্র পাঁচ শতাংশ। সুতরাং চীনের ঋণের ফাঁদ নিয়ে ভয়ের কোনো কারণ নেই।