নাটোরের বড়াইগ্রাম উপজেলার, চিনিডাঙ্গার এই পদ্মবিল ভ্রমণে মন-প্রাণ জুড়িয়ে যায়।
এখানে জলজ ফুলের রানী পদ্ম প্রাকৃতিক ভাবেই বেড়ে উঠে, মেলে ধরে আপন সৌন্দর্য।
এতদিন অনেকটাই লোক চক্ষুর অন্তরালে ছিল বিলটি।
এই বিলটি যখন প্রশাসনিক ভাবে পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে, ঠিক তখন কিছু প্রভাবশালী ও অসাধু চক্র, কূট কৌশলে উচ্চ মহলকে ম্যানেজ করে পুকুর খননের প্রক্রিয়া করছে।
এলাকার অনেক জনসাধারণ বলেছেন।
এই পদ্মবিলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আসুন আমরা এগিয়ে আসি।
স্থানীয় জনসাধারণ রা আরো বলেছেন।
নাটোরের জনবান্ধব, জেলা প্রশাসক, শামীম আহমেদ স্যারের, সুদৃষ্টি কামনা করছি।
অতিদ্রুত এই বিলে পুকুর খনন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করছি।