পটুয়াখালীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাসেল মোল্লা নামে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে অন্তত চারজন।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার কমলাপুরের বাহেরমৌজ গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরও ৪ জন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, বাহেরমৌজ এলাকার জয়নাল শরীফ গংদের সাথে নিহত রাসেল মোল্লার বাবা সোবাহান মোল্লার সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো।
বিকেলে বিরোধীয় জমিতে মুগডাল তুলতে যায় জয়নাল শরীফ ও তার লোকজন। খবর পেয়ে মুগডাল তুলতে বাধা দেয় সোবাহান মোল্লার ছেলে নিহত রাসেল ও তার ভাইসহ পরিবারের লোকজন। এ সময় জয়নাল শরীফের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাসেলসহ ৫ জনকে। এ সময় ঘটনাস্থলেই রাসেল নামে এক যুবক নিহত হন । এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আলমগীর, লিটন, সরোয়ার, ফিরোজ নামে চারজন।
পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। পটুয়াখালী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
https://www.youtube.com/watch?v=aplkkDvEXJU
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






