গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর।
এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে রুশ সেনাদের হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সাথে “যুদ্ধের অবসান” ঘটানোর লক্ষ্যে আবারও বৈঠকের আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি শনিবার কিয়েভের কেন্দ্রস্থলে একটি মেট্রো স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি মনে করি, যে এই যুদ্ধটি শুরু করেছে, সেই এটি শেষ করতে সক্ষম হবে’।
তিনি আরও বলেন, তিনি পুতিনের সাথে ‘সাক্ষাত করতে ভয় পান না’ যদি এই সাক্ষাতের ফলে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনের পথ উন্মুক্ত হয়।
জেলেনস্কি বলেন, ‘চলমান সংঘাত অবসানের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক জরুরী। তবে ব্যাপারটা এমন নয় যে, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইলাম এবং বিষয়টি কূটনৈতিক উপায়ে সমাধান হয়ে গেল’।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলের পর ইউক্রেনের প্রধান বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন, মারিওপোলে ইউক্রেন সেনাদের হত্যা করা হলে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা তিনি বন্ধ করে দেবেন।
গত কয়েক সপ্তাহ ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মারিওপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবে এখনো মারিওপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে রাশিয়া।
অন্যদিকে, আজ রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ সফরে যাওয়ার কথা রয়েছে। এ সফরে তারা ইউক্রেনকে আরো গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ করার বিষয়ে আলোচনা করবেন। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের ব্যাপারে জোর দিচ্ছেন।