যুক্তরাষ্ট্র তাদের বোয়িং এক্স-৩৭ মহাকাশযান ব্যবহার করে মহাকাশে বিধ্বংসী অস্ত্র পাঠানোর চেষ্টা করতে পারে। শনিবার এমন দাবি করেছেন রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমসের মহাপরিচালক দিমিত্রি রোগোজিন।
রাশিয়ার গণমাধ্যম রশিয়া২৪ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দিমিত্রি রোগোজিন বলেন, এটি (মহাকাশযান) মহাকাশে বিধ্বংসী অস্ত্র নিয়ে যেতে পারে। এটি বিধ্বংসী অস্ত্র পরিবহনের নতুন একটি ধরন।
মহাকাশ থেকে আক্রমণ চালানোর বিষয়টি সবচেয়ে ভয়ানক।
তিনি জানান, মহাকাশ থেকে যুক্তরাষ্ট্রের বোয়িং এক্স-৩৭ মহাকাশযানটি ফিরে আসছে। রাশিয়া বিশ্বাস করে যুক্তরাষ্ট্র মহাকাশে বিধ্বংসী অস্ত্র নিয়ে যাওয়ার ও সেই অস্ত্র মোতায়েন করার চেষ্টা করছে। তবে তিনি তার সাক্ষাৎকারে এও জানিয়েছেন তাদের কাছে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই।
এ ব্যাপারে রসকসমসের মহাপরিচালক বলেন, আমাদের কাছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই তাদের এই ডিভাইসটি (মহাকাশযানটির) লক্ষ্য কি এবং এটির প্রযুক্তিগত কি ক্ষমতা আছে।
সূত্র: তাস নিউজ