পানিবাহিত রোগের বিরুদ্ধে যেন যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশ। আসছে মাস থেকে ঢাকায় ২৩ লাখ কলেরা টিকা দেয়া হবে। এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার এশিয়া প্যাসিফিক ওয়াটার ফোরামের সামিটে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, নদীর পলি ব্যবহার করে বঙ্গোপসাগরের মোহনায় বাংলাদেশের ভূখণ্ড বাড়ানোর চিন্তা করছে সরকার। প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশের উপকূল এলাকায় লবণাক্ততা বাড়ছে, কিছু এলাকায় নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানি। এটির প্রাকৃতিক সমাধানের চেষ্টা করছে সরকার। আগামীর প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষৎ নিশ্চিতের জন্য পানি বিষয়ক সমস্যা সমাধানে এশিয়া-প্যাসিফিক দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশের প্রায় ৮৫ শতাংশ মানুষ পরিষ্কার খাবার পানি এবং উন্নত স্বাস্থ্যব্যবস্থা পাচ্ছে। খোলা জায়গায় মলত্যাগও বলতে গেলে নেই আমাদের দেশে। পানিবাহিত রোগের বিরুদ্ধে বাংলাদেশ চালিয়ে যাচ্ছে অব্যাহত যুদ্ধ।