পটুয়াখালীর গলাচিপায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো বদরপুর খেয়া ও ফেরিঘাট মাঝি সমবায় সমিতির নির্বাচন। বুধবার (২০ এপ্রিল) খেয়াঘাট সংলগ্ন ইউনিয়ন শ্রমিকলীগ অফিস কার্যালয়ে এই নির্বাচন সম্পন্ন হয়। এতে ৩টি পদের জন্য ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
উক্ত নির্বাচনে মো. ইব্রাহিম প্যাদা আনারস মার্কায় ৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী মো. সিদ্দিক খান চেয়ার মার্কায় পেয়েছে ২০ পান। সহ-সভাপতি পদে মো. রফিকুল ইসলাম চৌধুরী ঘোড়া মার্কায় ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো. সোহেল আকন তালাচাবি মার্কায় ২২ ভোট পান। এতে মো. আল আমিন খান কাপ পিরিচ মার্কায় ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী মো. রেজাউল প্যাদা গোলাপ ফুল মার্কায় ২১ ভোট পেয়ে পরাজিত হন। মো. আলম ফকির ২২ ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হন।
২য় সদস্য নির্বাচিত হন মো. আজিজুল মোল্লা, তিনি ১৫ ভোট পান। ৩য় সদস্য নির্বাচিত হন মো. সিরাজুল ইসলাম, তিনি ১৩ ভোট পান। এসময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপা থানার এস.আই মোঃ মামুন, গোলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ হালিম হাওলাদার, উপজেলা নির্বাচন অফিসের সহকারী আরিফ হোসেন, উপজেলা সমবায় অফিসের সহকারী মোঃ সাইদুল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইব্রাহীম দফাদার, সাধারন সম্পাদক আল আমিন, গোলখালী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আবু কাশেম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুর আলম জিকো, ইউপি সদস্য দুলাল প্যাদা, ইউপি সদস্য মোঃ রবিউল মৃধা, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এমাদুল খান প্রমূখ।