কক্সবাজারে মাটির নিচ থেকে আগুন বের হয়েছে। সে আগুন নেভাতে আসে ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টা সেখান থেকে আগুন বের হয়। আগুন নিভলেও সেখান থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে বলে জানা গেছে।
রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যার কিছুক্ষণ আগে কক্সবাজার সরকারি কলেজের সামনে এমন ঘটনা ঘটে।
এদিকে আগুন আগুন দেখতে সেখানে ভিড় করে উৎসুক জনতা। স্থানীয়রা জানান, বিকেলে একটি গর্ত থেকে হঠাৎ করেই ধোঁয়া বের হতে শুরু করে। ধীরে ধীরে তা বড় আকারে পরিণত হয়। পরে অনেক চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নেভান। ধারণা করা হচ্ছে, মাটির নিচের চাপা গ্যাস থেকে আগুনের সৃষ্টি হয়েছে।