নাটোরের সিংড়ায় নকল সোনার মূর্তি কেনা-বেচার সময় আব্দুল কাইয়ুম (৩৫) ও শহিদুল ইসলাম (৩৪) নামে দুই প্রতারক কে আটক করেছে র্যাব।
গতকাল রাত সাড়ে ৮ টায় উপজেলার পিপলসন বাজার এলাকা থেকে নকল মূর্তি কেনা-বেচা ও টাকা লেনদেন করার সময় তাঁদের হাতে নাতে আটক করা হয়।
আটক কৃত আব্দুল কাইয়ুম পিপলসন গ্রামের আবু বক্কর সরকারের ছেলে এবং শহিদুল ইসলাম একই গ্রামের আব্দুস সামাদের ছেলে।
আটক আব্দুল কাইয়ুম পিপলসন বাজারের বিকাশ ব্যবসায়ী ও শহিদুল ইসলাম মুদি ব্যবসায়ী।
তাঁরা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তি কেনা-বেচা করে প্রতারণা করে আসছিলো বলে র্যাব সূত্রে জানা যায়।
সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।
আজ সকালে আটক কৃতদের সিংড়া থানায় হস্তান্তর করেছে র্যাব।