লিবিয়ায় আবারও অভিবাসীদের বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৯ জন।
শনিবার জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর সাবরাথার উপকূলে নৌকাডুবির ঘটনাটি ঘটে। অঞ্চলটি সমুদ্রযাত্রার জন্য খুবই বিপজ্জনক। সাধারণত আফ্রিকান অভিবাসীরা এ রুটের মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে থাকে। গত শুক্রবার (১৫ এপ্রিল) নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
এক টুইট বার্তায় আইওএমের পক্ষে আরও জানানো হয়, এ সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৫৩ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্য দিয়ে পাড়ি জমাচ্ছেন ইউরোপে। কয়েক বছর ধরে সেই সংখ্যা বহু গুণে বেড়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।