নাটোরের সিংড়া উপজেলা, ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক।
উপজেলা নির্বাহী অফিসার, এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র, জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানা, অফিসার ইনচার্জ নূর এ আলম সিদ্দিকী। এছাড়াও ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, মাওলানা রুহুল আমিন।