কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়, নাটোরের সিংড়ায় ৩ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে, বিনামূল্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএসপি সার ও ভুর্তকীমুল্যে ১৫ টি কম্বাইন্ড হার্ভেস্টার এবং ৪ টি থ্রেসার মেশিন বিতরণ করা হয়েছে।
আজ সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে।
সিংড়া উপজেলা হলরুমে এই বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, আইসিটি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক।
উপজেলা নির্বাহী অফিসার, এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে।
কৃষকদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র, জান্নাতুল ফেরদৌস, ধর্ম বিষয়ক সম্পাদক, মাওলানা রুহুল আমিন, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লুৎফুল হাবিব রুবেল, ছাতারদিঘী ইউপি চেয়ারম্যান, আব্দুর রউফ বাদশা, সুকাস ইউপি চেয়ারম্যান, মোফাজ্জল হোসেন মোফা সহ আরো অনেকে।