কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সোহরাব উদ্দিনের গাড়ির নিচে চাপা পড়ে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম নিউজ টোয়েন্টিফোরকে বলেন, বিকাল ৪টার দিকে শহরের মজমপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় সোহরাব উদ্দিন নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তার প্রাডো গাড়ি অফিসের কাছে তেল পাম্পে রাখা ছিল।
৪টার দিকে তিনি অফিস থেকে গাড়িতে উঠে চালিয়ে যেতে যান। গাড়ির সামনের দিকে পাম্পের প্রাচীরের ছায়ায় ঘুমিয়ে ছিলেন এক বয়স্ক ভিক্ষুক। গাড়ি চালিয়ে যাওয়ার সময় সোহরাব উদ্দিন খেয়াল না করায় ভিক্ষুক মহিলার মাথা চাকার নিচে চাপা পড়ে।
সোহরাব উদ্দিন নিজেই দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকাল ৫টার দিকে ওই মহিলার মৃত্যু হয়। নিহত ভিক্ষুকের নাম হাজেরা খাতুন (৭৭)। তার বাড়ি পাবনার সুজানগরে।
এ ব্যাপারে সাবেক এমপি সোহরাব উদ্দিন নিউজ টোয়েন্টিফোরকে বলেন, তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন না, চালক ছিল। চালক খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ওসি ছাব্বিরুল আলম নিউজ টোয়েন্টিফোরকে বলেন, এটি একটি দুর্ঘটনা। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে নেয়া হবে।