গোপালগঞ্জের দশম শ্রেণির এক ছাত্রীকে পরিত্যক্ত ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (৩ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) গোপালগঞ্জ সদর থানার বৌলতলী ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় ধীমান বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, একই এলাকার রবি বলের ছেলে সাগর বল, বিমল গাইনের ছেলে বিক্রম গাইন, হারাধন মিস্ত্রির ছেলে নয়ন মিস্ত্রি, সুবোধ বলের ছেলে শুভংকর বল (নাটু), সুবাস বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, রুপ চাঁদ বিশ্বাসের ছেলে ধীমান বিশ্বাস।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ ভুক্তভোগী ছাত্রী কেনাকাটার জন্য বাড়ি থেকে হেঁটে বাজারে যাচ্ছিল। পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল যুবক তাকে ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে যায়। এ সময় তিন যুবক দলবেঁধে তাকে ধর্ষণ করে। অপর তিন যুবক সহযোগিতা ও ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনা কাউকে বললে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে বলে তারা হুমকি দেয়।
ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার বৌলতলী ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন।