বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা করা যাবে না।
আজ রোববার সকালে কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্য তেলের পর্যাপ্ত মজুত আছে। খুচরা বাজারে নিত্যপণ্যের দাম কমাতে এলাকাভিত্তিক বাজার মনিটরিং জোরদারে ভোক্তা অধিকার অধিদপ্তরকে নির্দেশ দেন বানিজ্যমন্ত্রী।
তবে ব্যবসায়ীরা দাবি করেছেন, সড়ক-মহাসড়ক ও কাঁচাবাজারে চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ার বড় কারণ। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।