https://www.youtube.com/watch?v=UsiW5U4n4_U
ময়নসিংহের ভালুকায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধ যান, ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন দাপিয়ে বেরাচ্ছে।
এসব যানবাহন মহাসড়কে দাপিয়ে চললেও তা বন্ধের নেই কোন কার্যকরি উদ্যোগ। হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ মাঝে মধ্যে উদ্যোগ নিলেও তা অভিযান চলাকালীন সময় পর্যন্ত বন্ধ থাকে।
পথচারীদের পথ চলা কঠিন হয়ে উঠেছে। এতে হরহামেশাই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। সচেতন সমাজের দাবি ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারী চার্জ দিতে বিদ্যুতের অবৈধ ব্যবহারও বেড়ে গেছে। যার ফলে অবৈধ বিদ্যুত সংযোগের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। আবার এসব সংযোগ থেকে অগ্নিকান্ডের মতো ঘটনাও ঘটছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলায় ব্যাটারি চালিত অবৈধ রিকশা-অটোরিকশা ও ভ্যান মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে।
সড়কে এসব রিকশা-অটোরিকশাগুলো জটলা করে মহাসড়ক দখলে রাখে। এতে ভালুকা বাসস্ট্যান্ড, সিডষ্টোর বাসস্ট্যান্ড ও মাষ্টারবাড়ী বাসস্ট্যান্ডে সব সময় যানজট লেগেই থাকে।
এবং দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীর জন্য অপেক্ষা করে। আর তাই যানবাহন ও পথচারীদের পথ চলতে অসুবিধার সম্মুখীন হতে হয়, এ বিষয়ে যথাযত কতৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।