দেশে অস্থিতিশীল নিত্যপণ্যের তপ্ত বাজারে ঘি ঢেলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আমদানী সংকটের অযুহাতে তেলের দাম এখন লাগাম ছাড়া ঘোড়া।
https://www.youtube.com/watch?v=NTG99RSwaRQ
আর ইতিমধ্যে কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে পিয়াজের দাম। এছাড়া চাল, ডাল, আটা, ময়দা, চিনিসহ প্রতিটি জিনিসেরই দাম সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে।
সরবরাহ কম থাকার অজুহাতে ভোজ্যতেলের দাম আকাশছোঁয়া। লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৬৮ টাকা। খুচরা বিক্রেতাদের অভিযোগ, বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ কমিয়ে দিয়েছে তেল বিপননকারী প্রতিষ্ঠনগুলো। শুধু তেল নয়, পাল্লা দিয়ে বাড়ছে নিত্য পণ্যের দাম।
চালের দাম বস্তাপ্রতি ১০০ টাকা বেড়েছে গত দুদিনেই। এদিকে হাফ সেঞ্চুরি করা পেয়াজ যেন থামতেই চাইছে না, সপ্তাহ ব্যাবধানে ৪০ টাকার পেয়াজ এখন প্রতি কেজি ৬০ টাকা। যুদ্ধের প্রভাবে গমসহ নানা কৃষিপন্য আমদানীতে ঘাটতির শংকায় বাড়ানো হয়েছে আটা, ময়দার দামও।
তপ্ত বাজারে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে সবজির দাম। কিছুটা স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগী ও ডিমের দাম। এতো কিছুর পরও রমজান উপলক্ষ্যে আরেকদফা দাম বাড়ার শংকায় আছেন সাধারণ ভোক্তারা।