ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। লেখক-পাঠকদের মেলবন্ধনে মিলনমেলায় পরিণত হয়েছে প্রাণের মেলা। ছুটিরদিন সকাল থেকেই বাবা-মায়ের হাত ধরে মেলায় আসে ক্ষুদে পাঠকরা। অন্যান্য দর্শনার্থীদেরও ছিলো ভিড়।
https://www.youtube.com/watch?v=DAEfSA5OHZA
স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কেনেন তারা। প্রকাশকরা বলছেন, মার্চ শুরুর পর থেকে তুলনামূলক বেচাবিক্রি কম। তবে আশা করছেন ক্ষতি পুষিয়ে উঠার।
হালুম-টুকটুকির এ আসরেই যেন প্রাণ পায় অমর একুশে বইমেলা। শুধু আনন্দ-বিনোদনই নয়, শিশুদের দেওয়া হয় পড়ার প্রতি উৎসাহ। আসর শেষে ক্ষুদে পাঠকরা ভিড় জমায় স্টলগুলোতে। পছন্দের বই কিনতে পেরে উচ্ছ্বাসের যেন শেষ নেই।
পাঠাভ্যাস আর বর্ণমালার সঙ্গে পরিচিত করতে ছুটির দিনে বাবা-মায়ের ছুটে আসা। মেলার ১৮তম দিন সকালে নতুন বই প্রকাশের সংখ্যা ১৮১৭টি। পাঠকরা পছন্দের বই কিনছেন স্টল আর প্যাভিলিয়ন ঘুরে। মেলার পরিবেশ নিয়ে আছে সন্তোষ।
লেখক-প্রকাশকরা বলছেন, মেলার উপস্থিতির তুলনায় বই বিক্রি কম। তবে বাকি দিনগুলোতে বিকিকিনি বাড়বে- এমন প্রত্যাশা তাদের। মেলায় প্রবেশে ছিলো বরাবরের মতো স্বাস্থ্যবিধি । নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলা চলবে ১৭ মার্চ অবধি।