জগন্নাথপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী গীতিকবি খালেদ আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেলে ভয়েস স্টার স্টুডিও হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উপজেলার সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক ও গীতিকার এম এ কাইয়ুমের সভাপতিত্বে ও সমাজ সেবক নুর আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক হাজী ইকবাল হোসেন ভূইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না।
বক্তব্য রাখেন রাণীগঞ্জ ফ্রেন্সক্লাবের সভাপতি জুনেদ আহমদ প্রমূখ। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল হাই, বাউল শিল্পি এম এ কাসেম, সাংবাদিক হুমায়ুন কবীর, আমিনুর রহমান জিলু, সুজাত মিয়া, রনি মিয়া ও সমাজ সেবক এম এ খায়ের, প্রমূখ।
পরে স্বাস্থবিধি মেনে মনোমুগ্ধকর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।